PDF Readers এর অভাব নাই অনেক পাওয়া যায় এবং ফ্রি, কথা হলো PDF থেকে অন্য ফরম্যাট এ কনভার্ট করতে পারে এমন সফটওয়্যার এর যেটাকে বলা হয় PDF Converter। এর জন্য আমরা সবগুলোকে একসাথে করেছি
নতুন PDF Reader দরকার নিচের লিঙ্ক গুলো চেস্টা করতে পারেন
২. Gonitro
- প্রিমিয়াম ভার্সন ও আছে ফ্রি ও আছে। যেটা প্রয়োজন সেটা নিতে পারেন
PDF কনভার্ট এর মধ্যে নিচের লিঙ্কএর সফটওয়্যার গুলো দেখতে পারেন।
১. ICE CREAM
এই PDF Converter বিভিন্ন উপায়ে PDF কে কনভার্ট করবে যেমন DOC, DOCX, JPG, PNG, or HTML ফরম্যাট। ১০টা পেইজ একসাথে করতে পারবে আর আপনি ভাগ করে করে ডকুমেন্ট করতে পারবেন যদি অনেক পেজের ডকুমেন্ট এক সাথে না চান। এটার প্রিমিয়াম ভার্শন ও আছে, আপনি চাইলে সারাজিবনের জন্য ১৯.৯৫ ডলার দিয়ে কিনে নিতে পারেন তবে ফ্রি টা বেশির ভাগ ইউজারদের জন্য যথেষ্ট
২. PDF MATE
এটা আর একটা পাওয়ারফুল PDF Converter। ফিচারে আগেরটার থেকে কিছুটা পরিবর্তন আছে। এটা optical character recognition (OCR) বাবয়াহ্র করে থাকে যার মাধ্যমে ৩টা পর্যন্ত স্ক্যান করা PDF ফাইল এডিটেবল টেক্সট এ কনভার্ট করা সম্ভব। এ ছাড়া ও এই সফটওয়্যার PDFs to images, plain text, HTML, DOCX, or EPUB ফরম্যাট এ কনভার্ট করে থাকে। এটার ও প্রিমিয়াম ভার্শন আছে তবে যারা খুব বড় কাজ করছেন না তাদের জন্য ফ্রি টা ই সেরা বলে মনে হয়।
৩. Docu Freezer
এই PDF Converter নন কমাশিয়াল বাবহারের জন্য ফ্রি ভার্শন ব্যবহার করা যাবে, যদি ও আগের দুইটার মত অনেক ফিচার নেই। তবে এখানে পেজ রেস্ট্রিকশন এর ব্যাপার টা নেই আপনি ব্যাচ আকারে ফোল্ডার এর ভিতরে থাকা ডকুমেন্ট অথবা ছবি প্রসেস করতে পারবেন। বিভিন্ন ছবির ফরম্যাট এ সেভ করা যায় যেমন PG, PNG, and TIFF. এছাড়া ও text documents, spreadsheets, and presentations ইত্যাদি JPG ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন। আর সেটা করা গেলে আপনি খুব সহজেই সেটা ছবি আকারে ওয়েবসাইট এ আপলোড করতে পারবেন অথবা ফেসবুক এ আপলোড করতে পারবেন ছবি আকারে।
৪.PDF TO WORD
নাম থেকে বুঝা যায় এটার কাজ। WPS PDF to Word এটা শুধুমাত্র আপনার PDF ফাইল কে DOC অথবা DOCX এ কনভার্ট করবে, ফ্রি ভার্শন এ ৫ টা পেজ করার অনুমতি আছে আরো বড় আকারে করতে চাইলে প্রিমিয়ামটা নিতে হবে ২৯.৯৫ ডলারে।
৫. Free file Convert
এই PDF Converter এ শুধু PDF না এখান থেকে আপনি অনেক ধরনের ফাইল ফরম্যাট থেকে আর এক ধরনের ফাইল ফরম্যাট কনভার্ট করতে পারবেন। তবে অনেক বড় ডকুমেন্টের জন্য এটা হয়তো খুব ভালো কাজ করবে না তবে ছোট কোন কাজ যদি হয় তাহলে এখান থেকে করে নেয়া যাবে। এটা কোন সফটওয়্যার না আপনি অনলাইন থেকে সরাসরি কাজ করতে পারেবন। ইচ্ছা করলে আপনার ওয়েব ব্রাওজারে বুক মার্ক করে ও রাখতে পারেন
আশা করি কাজে লাগবে এই সফটওয়্যার গুলো, একদম ছোট করে রিভিউ দেয়ার চেস্টা করলাম, আপনি আপনার প্রয়োজন বুঝে সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।
আরিফুল ইসলাম।